এসএসসি পরীক্ষা ২০১৮ এবং দাখিল পরীক্ষা ২০১৮ এর ফলাফল দ্রুত ও সহজে দেখার পদ্ধতি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ২০১৮ (SSC Result 2018) এর ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ০৬ মে ২০১৮ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করার পরপরই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।  এসএসসি পরীক্ষা ২০১৮ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এর আগে আমাদের ওয়েবসাইটে আরেকটি পোস্ট করা হয়েছিল। আজকের এই পোস্টে ফলাফল সম্পর্কে আর বিস্তারিত কিছু বলবো না। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে খুব দ্রুত এবং সহজে রেজাল্ট সংগ্রহ করবেন।

১. এসএমএস এর মাধ্যমে রেজাল্ট

ইন্টারনেট সহজলোভ্য হওয়ার পর থেকে মোটামুটি বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত। তুলনামুলক ভাবে এসএমএস এর চাইতে ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে রেজাল্ট সংগ্রহ করতেই মানুষ বেশি পছন্দ করে। তবে আপনি যদি দ্রুত রেজাল্ট হাতে পেতে চান তবে এসএমএসের মাধ্যমে তা করতে পারেন। মূলত মোবাইল অপারেটর কোম্পানী গুলো কে সাময়িক এবং নিয়ন্ত্রিত ব্যবস্থায় ফলাফল এর তথ্য ভান্ডার শেয়ার করা হয় বলে তারা তাদের গ্রাহকদেরকে ফলাফল জানাতে পারে। তবে বিগত বছরগুলোর মতোই নিয়মানুযায়ী দুপুরের পরই কেবল ফলাফল প্রকাশ করা হবে সকলের জন্য। তবে আপনি যদি এর আগেই এসএমএস পাঠিয়ে রাখেন তবে আপনি তখন ফলাফল পাবেন না। যখনই ফলাফল প্রকাশ করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবইলে ফলাফল চলে আসবে। তাই ফলাফল দ্রুত পেতে সবার আগে এসএমএস দিয়ে রাখুন। এটা অনেকটা সিরিয়াল ধরে টিকেট কাটার মতো অবস্থা। তবে ভালদিক হলো আপনি একবার এসএমএস পাঠিয়ে রাখলে আর আপনাকে ফলাফল নিয়ে চিন্তা করতে হবে না। ফলাফল প্রকাশ হলেই আপনার মোবাইলে ফলাফল চলে আসবে। তবে একটি কথা বলে রাখা ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্কের অযুহাত দেখিয়ে সবকিছুই সম্ভব। তাই সঠিক সময়ে ফলাফলের এসএমএস না পাওয়াটাও বিস্ময়ের কিছু নয়। আচ্ছা এবার আসুন জেনে নিই এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি:

SSC Exam Result 2018, Dakhil Exam Result 2018

প্রথমে আপনাকে আপনার মোবইলের মেসেজ অপশনে গিয়ে ছবিতে দেখানো মতো করে টাইপ করতে হবে। আপনি যদি এসএসসি পরীক্ষা ২০১৮ ফলাফল (SSC Result 2018) এবং কারিগরী পরীক্ষা ২০১৮ ফলাফল (Vocational Result 2018) দেখতে চান তাহলে SSC লিখবেন  আর যদি দাখিল পরীক্ষা ২০১৮ ফলাফল (Dakhil Result 2018) দেখতে চান তবে DAKHIL লিখবেন। এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবেন। কোন বোর্ডের ক্ষেত্রে কিরকম হবে তা নিচে দেয়া আছে। এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি লিখবেন। এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার পরীক্ষায় পাসের সাল লিখবেন। যদি আপনারা ২০১৮ সালের পরীক্ষার্থী হন তাহলে ২০১৮ই লিখবেন। ঠিকভাবে লিখা হলে এসএমএসটি 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে।

শিক্ষাবোর্ডের নাম লিখার ক্ষেত্রে নিচের তিন অক্ষরের কোড গুলো ব্যবহার করবেন:

  • ঢাকা শিক্ষা বোর্ড – DHA
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড – CHI
  • কুমিল্লা শিক্ষা বোর্ড- COM
  • রাজশাহী শিক্ষা বোর্ড – RAJ
  • বরিশাল শিক্ষা বোর্ড – BAR
  • দিনাজপুর শিক্ষা বোর্ড – DIN
  • সিলেট শিক্ষা বোর্ড – SYL
  • যশোর শিক্ষা বোর্ড – JES
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড – MAD
  • কারিগরী শিক্ষা বোর্ড – TEC

উদাহরণ: ধরে নিলাম, আমি 2018 সালের Dhaka বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থীর ফলাফল দেখতে চাই যার রোল হলো 123456 তাহলে আমাকে নিচের ছবির মতো করে টাইপ করতে হবে। SSC DHA 123456 2018

SSC Result Dakahil Result 2018

ফিরতি এসএমএস এ আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে। এ সার্ভিসটির জন্য অপারেটর গুলোকে এসএমএস চার্জ প্রদান করতে হবে।

২. শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে SSC Result 2018 | Dakhil Result 2018

আপনার মোবইলে যদি ইন্টারনেট সংযোগ থাকে তবে আপনি খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রেজাল্ট দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। অনেকেই হয়তো জানেন, যারা জানেনা তাদের জন্য। মূলত বেশিরভাগ মানুষই গুগলে Education Board Results লিখে সার্চ করে এবং Bangladesh Education Ministry এর ফলাফল দেখার জন্য যে ওয়েবসাইট রয়েছে তাতে প্রবেশ করে। এই পদ্ধতি ব্যবহার করে সবচেয়ে বেশি মানুষ রেজাল্ট দেখে। ফলে একই ওয়েবসাইটে এত পরিমাণ ভিজিটর প্রবেশের কারণে এই ওয়েবসাইটটি ডাউন হয়ে পড়ে। অথচ গত কয়েক বছর ধরে এ সমস্যা থেকে উত্তরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। এ ওয়েবসাইটটি হলো WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS। এই ওয়েবসইট থেকে খুব সহজে এবং খুব দ্রুত রেজাল্ট দেখা যায়। অনেকেই এই ওয়েবসাইট সম্পর্কে পরিচিত নয়। তাই আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজেই যেকোন পাবলিক পরীক্ষারই ফলাফল সংগ্রহ করতে পারেন। এ ওয়েবসাইটটির আরেকটি বিশেষ সুবিধা হলো এখানে কয়েকটি পদ্ধতিতে ফলাফল দেখা যায়। আবার বর্তমানে সম্পূর্ণ নম্বরপত্রও দেখা যায় এ ওয়েবসাইট থেকে। আপনি যদি এই ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট দেখতে হয় তা না জানেন তবে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।:

৩. শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে

SSC Exam Result 2018 | Dakhil Exam Result 2018

এই পদ্ধতিটি দুই নং পদ্ধতির মতো হলেও এখানে মুলত আপনাদের সাথে আরেকটা বিশেষ টিপস শেয়ার করবো। আমরা সবাই রেজাল্ট প্রকাশের দিন শিক্ষা বোর্ডের মুল ওয়েবসাইটে গিয়ে ভিড় করে যার ফলে কেউই ঠিকভাবে রেজাল্ট দেখতে পারেনা। যা অত্যন্ত বিরক্তিকর একটা ব্যাপার। অথচ আমরা অনেকেই জানিনা যে শিক্ষামন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডগুলোও তাদের নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব ডাটাবেজের মাধ্যমে ফলাফল প্রকাশ করে। ফলে আমরা যদি মুল ওয়েবসাইট গুলোতে ভিড় না করে এসব ওয়েবসইট গুলো থেকে ফলাফল সংগ্রহ করি তাহলে খুব সহজেই কোনরকম ঝামেলা ছাড়াই আমরা ফলাফল সংগ্রহ করতে পারবো। আপনাদের সকলে সুবিধার জন্য নিচে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেয়া হলো:

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের তালিকা:

১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

২।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্রগ্রাম

৩। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহী

৪।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর

৫।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লা

৬।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,বরিশাল

৭।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,সিলেট

৮।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,দিনাজপুর

৯।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ (এখনও কার্যক্রম শুরু হয়নি)

১০। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

১১। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড

আজকের এই পোস্টে খুব সহজে এবং দ্রুত কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল সংগ্রহ করা যায় সে বিষয়ে কিছু পরামর্শ এবং টিপস দেয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাজে লাগবে। এই পোস্টটি মূলত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে করা হয়েছি। যদি এর কোন অংশ ভুল কিংবা বর্তমানে কাজ না করে তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এই পোস্ট সম্পর্কে  আপনাদের যে কোন মতামত এবং জিজ্ঞাসা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Share This Post

Post Comment