গত ২র এপ্রিল ২০১৮ সোমবার থেকে সারা বাংলাদেশে একযোগে শুরু হয়েছিল এইচএসসি পরীক্ষা ২০১৮ (HSC Exam 2018), আলিম পরীক্ষা ২০১৮ (Alim Exam 2018) এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষা ২০১৮ (DIBS Exam 2018)। এবারের এইচএসসি, আলিম এবং ডিআইবিএস পরীক্ষার তত্ত্বীয় অংশ ২রা এপ্রিল থেকে শুরু হয়ে ১৪ মে তে শেষ হয়েছে। আর ব্যবহারিক পরীক্ষা শুরু নেয়া হয়েছে ১৪ মে থেকে ২৩ মে পর্যন্ত। এবার ১০টি বোর্ডের অধীন মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা নেয়া হবে ২ হাজার ৫৪১টি কেন্দ্রের মাধ্যমে।
এবারের এইচএসসি, আলিম এবং ডিআইবিএস পরীক্ষায় বেশকিছু নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। মূলত প্রশ্নপত্র ঠেকানো সহ আরো কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতেই এসব পদক্ষেপ। তবে এর মধ্যে উল্ল্যেখযোগ্য ছিল পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এছাড়াও পরীক্ষা শুরু হওয়ার মাত্র ২৫ মিনিট পূর্বে ঢাকা থেকে লটারীরর মাধ্যমে প্রশ্নের সেট নির্বাচন করা হয়।
এইচএসসি পরীক্ষা ২০১৮, আলিম পরীক্ষা ২০১৮ এবং ডিআইবিএস পরীক্ষা ২০১৮ এর রেজাল্ট প্রকাশিত হবে জুলাই মাসের শেষের দিকে। বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড গুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে রেজাল্ট সংগ্রহ করা যাবে। রেজাল্ট প্রকাশিত হলে আমরা আমাদের ওয়েবসাইট থেকেও রেজাল্ট সংগ্রহের পদ্ধতিসহ বিস্তারিত জানিয়ে দেবো।
HSC Result 2018
প্রতিবছরই ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম ও ডিআইবিএস পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। এর মধ্যে আলিম পরীক্ষা গ্রহণ করা হয় মাদ্রাসা বোর্ডের অধীনে। তবে ফলাফল প্রকাশ ও পরীক্ষা গ্রহণ সবকিছুই সকল বোর্ডে একই সময়ে করা হয়ে থাকে। সেই মোতাবেক এবারও এইচএসসি ২০১৮ ফলাফল এবং ডিআইবিএস ২০১৮ ফলাফল সকল বোর্ড একই সময় প্রকাশ করবে। সাধারণত প্রতিবছরই ফলাফল প্রকাশের দিন সকালে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন। ঐদিনই দুপুর ২টার পর থেকে সর্বসাধারণের জন্য ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হয়।
এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০১৮, আলিম রেজাল্ট ২০১৮ এবং ডিআইবিএস রেজাল্ট ২০১৮ দেখার পদ্ধতি HSC Result 2018, Alim Result 2018, DIBS Result 2018 by Mobile SMS
বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানীগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের সময় এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার সুযোগ করে দেয়। মূলত মোবইল অপারেটর কোম্পানীগুলো শিক্ষা মন্ত্রণালয়ের ফলাফল প্রকাশের যে তথ্য ভান্ডার (ডাটাবেজ) রয়েছে তার সাময়িক এবং নিয়ন্ত্রিত এক্সেস পায়। যদিও বাংলাদেশের সব মোবাইল অপারেটর থেকেই রেজাল্ট দেখা যায় তবে মূলত এর নেতৃত্ব দেয় রাষ্ট্রায়ত্ত মোবইল অপারেটর কোম্পানী টেলিটক। ফলাফল প্রকাশের কিছুদিন আগে থেকে মোবাইল অপারেটর গুলো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মাবলী সহ গ্রাহকদের প্রমোশনাল মেসেজ পাঠায়।
ইন্টারনেটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০১৮, আলিম রেজাল্ট ২০১৮ এবং ডিআইবিএস রেজাল্ট ২০১৮ দেখার পদ্ধতি HSC Result 2018, Alim Result 2018, DIBS Result 2018 by Internet
বাংলাদেশে ইন্টারনেট জনপ্রিয় হওয়ার পর থেকে মূলত মানুষ ইন্টারনেট এর মাধ্যমে রেজাল্ট দেখার প্রতি আগ্রহী হওয়া শুরু হয়েছে। মূলত যারা ঘরে বসে ফলাফল সংগ্রহ করেন তাগের মধ্যে বেশিরভাগই ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করেন। প্রতিবছরই এইচএসসি রেজাল্ট প্রকাশের দিন দুপুরের দিকে ওয়েবসাইটে সকলের দেখার জন্য রেজাল্ট উন্মুক্ত করে দেয়া হয়। শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই ফলাফল দেখা যায়। এ ছাড়াও প্রতিটি শিক্ষাবোর্ডেরই আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। সেখান থেকেও খুব সহজে রেজাল্ট দেখা যাবে।
HSC Exam 2018, Alim Exam 2018 and DIBS Exam 2018 has completed on recently. Now it’s time to wait for HSC Result 2018, Alim Result 2018 and DIBS Result 2018. In this year about 13,11,457 candidates have participated in the HSC, Alim and DIBS Exam under 10 boards. The exam has taken through 2, 541 centers.
HSC Result 2018, Alim Result 2018 and DIBS Result 2018 will be published in late July. Results will be available in the official website of the Bangladesh Education Ministry and the website of Secondary and Higher Secondary Education Board. When the results are published, we will also give details from our website including the procedure of collecting result.