ডট ম্যাট্রিক্স ডিসপ্লে হচ্ছে অনেকগুলো ছোট ছোট এলইডি দিয়ে তৈর করে এক ধরনের বিশেষ ধরনের ডিসপ্লে। এলইডিগুলোর কোনটি জ্বলে কোনটি নিভে থাকে এভাবে ডিসপ্লেতে লেখা প্রদর্শন করা হয়। আজকের এই পোস্টে জানবো কিভাবে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে তাপমাত্রা এংব আর্দ্রতা দেখাতে হয়। তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ করার জন্য আমাদেরকে একটি সেন্সর ব্যবহার করতে হবে। তাহলে চলুন প্রজেক্টটি তৈরী করতে আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে সেটা দেখে নেই।
উপরের সবগুলো কম্পোনেন্ট আপনারা আমাদের নিজস্ব অফিসিয়াল শপ এর ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। সবগুলো কম্পোনেন্ট সংগ্রহ করা হয়ে গেলে এবার প্রজেক্ট তৈরী করার পালা। আমাদেরকে প্রথমে সবগুলো কম্পোনেন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। এর জন্য আমরা এই ডায়াগ্রামটি ফলো করবো।
ডায়াগ্রাম অনুযায়ী সবকিছু সংযোগ দেয়া হয়ে গেলে এবার আমাদেরকে কোড আপলোড করতে হবে। ভিডিওতে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি। প্রজেক্টটি তৈরী করতে গেলে আমাদের কিছু লাইব্রেরী ফাইল এবং একটি প্রোগ্রামের প্রয়োজন হবে। পুরো ফাইলটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম। লিংক থেকে আপনারা ডাউনলোড করে নিন।
Diagram, Library and Code: Download Link
ফাইল গুলো ডাউনলোড হয়ে গেলে ভিডিওতে দেখানো পদ্ধতিতে কোডটা আরডুইনোতে আপলোড করতে হবে। কোড সঠিকভাবে আপলোড করতে পারলে প্রজেক্টটি কাজ করা শুরু করবে। আমি আশা করছি আপনার নিজেরাও প্রজেক্টটি বাসায় তৈর করতে পারবেন।
বন্ধুরা আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগছে। প্রজেক্টটি আপনাদের ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ওয়েবসাইটটিও নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।