আরডুইনো ন্যানো এর ড্রাইভার সমস্যা সমাধান করার পদ্ধতি

ছোট আকারে আরডুইনো ভিত্তিক প্রজেক্ট তৈরী করার জন্য আমরা অনেকেই আরডুইনো ন্যানো ব্যবহার করে থাকি। আরডুইনো উনোর সব ফিচার থাকলেও আকারে আরডুইনো উনো এর চেয়ে অনেক ছোট হওয়ায় ছোট আকারের প্রজেক্ট তৈরীতে সবার পছন্ত থাকে আরডুইনো ন্যানো। তবে একটি নতুন আরডুইনো উনো বোর্ড কিনে একদম সহজেই ড্রাইভার সেটাপ করে কোড আপলোড করা গেলেও আরডুইনো ন্যানোর ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। এর মধ্যে একদম কমন একটি সমস্যা হলো ড্রাইভার সমস্যা। এছাড়াও আরেকটি সমস্যা থাকে তা হচ্ছে বুটলোডার জনিত সমস্যা। বুটলোডার সমস্যা নিয়ে অন্য আরেকটি পোস্টে কথা বলবো। আজ আমরা জানবো আরডুইনো ন্যানো তে ড্রাইভার সমস্যা থাকলে সেটি কিভাবে সমাধান করতে হয়।

প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের Arduino Nano তে ড্রাইভার সমস্যা আছে কিনা। এটা খুঁজে বের করা একদম সহজ। এর জন্য নতুন বোর্ড কিনে আনার পরই আমরা এটাকে ইউএসবি ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করবো। তারপর কম্পিউটারের ড্রাইভার ম্যানেজার অপশনে গিয়ে দেখতে হবে আমাদের হার্ডওয়্যার লিস্টে কোন নতুন USB to Serial ডিভাইস পেয়েছে কিনা। দেখা যাবে যে একটা Unknown Device পেয়েছে তবে এর পোর্ট নাম্বার দেখাচ্ছে না। মূলত সঠিক ড্রাইভার সফটওয়্যার না পাওয়াতেই এই সমস্যাটা হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রেও একইরকম ঘটনা ঘটে তাহলে বুজতে হবে আপনারও ড্রাইভার জনিত সমস্যা হয়েছে। এখন আমরা দেখবো কিভাবে এই সমস্যা সমাধান করা যায়।

এর ড্রাইভার সফটওয়্যার সমাধান করার জন্য আমাদের খুবই ছোট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম।

এবার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে এটিকে ইনস্টল করতে হবে। ভিডিওতে পুরো পদ্ধতিটি দেখানো হয়েছে। ইনস্টল করার পর ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করলেই বোর্ডকে কম্পিউটার ডিটেক্ট করবে এবং এর জন্য একটি পোর্ট নাম্বার প্রদান করবে।

যদি পোর্ট নাম্বার প্রদর্শন করে তাহলে বুজতে হবে ড্রাইভার সফটওয়্যার জনিত সমস্যাটি সমাধান হয়ে গেছে। এবার আমরা আমাদের Arduino IDE সফটওয়্যারটি ওপেন করে টুলস অপশন থেকে বোর্ড হিসেবে সিলেক্ট করবো এবং প্রসেসর হিসেবে সিলেক্ট করে দিবো। তারপর পোর্ট হিসেবে ড্রাইভার ম্যানেজার এ যে পোর্ট নাম্বার দেখিয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা যে কোন কোড আপলোড করে দেখবো আমাদের বোডর্ে কোড আপলোড হচ্ছে কিনা। সবকিছু ঠিক ঠাক থাকলে তে কোড আপলোড হয়ে যাবে। অনেক সময় ড্রাইভার সফটওয়্যার জনিত সমস্যা সমাধান করার পরও কোড আপলোড হয় না। এর কারণ হচ্ছে বুটলোডারের সমস্যা। সেটি কিভাবে সমাধান করতে হয় তা আমরা আরেকটি পোস্টে জানবো।

আজকের পোস্টটি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। পোস্টটি পড়ে ভালো লাগলে আমাদের ওয়েবসাইটের অন্য পোস্টগুলিও দেখতে পারেন। ধন্যবাদ।

Share This Post

Post Comment