আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো। আজ কথা বলবো জিপকোড বা পোস্টাল কোড নিয়ে। তার সাথে থাকবে বাংলাদেশের যে কোন পোস্ট অফিসের পোস্টাল কোড খুঁজে পাওয়ার সহজ পদ্ধতি।
জিপকোড বা পোস্টাল কোড কি?
জিপ কোড বা পোস্টাল কোড হলো কোনদেশের যতগুলো পোস্ট অফিস রয়েছে তাদের একটি পরিচিতি নাম্বার। এটি সাধারণত ৪ অথবা ৫ ডিজিটের হয়ে থাকে। অনেক প্রতিষ্ঠানের ঠিকানায় দেখবেন লিখা থাকে ঢাকা-১২০৭। এখানে এই ‘১২০৭’ ই হলো সেই কোড। এই কোডটি ঢাকার কোন একটি পোস্ট অফিসের পরিচিতি বহন করে। প্রতিটি পোস্ট অফিসের জন্যই একটি নির্দিষ্ট কোড থাকে। চিঠি কিংবা অন্য কোন ডকুমেন্ট পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে গেলে এই কোডটি প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার সময়ও আবেদন পত্রে জিপ কোড চাওয়া হয়। কিন্তু জিপ কোড সম্পর্কে ধারণা না থাকায় অনেকেই বিষয়টি পূরণ করতে পারেন না। আবার অনেকের ধারণা থাকলেও তার নিজের এলাকার পোস্ট অফিসের পোস্ট কোড কত তা হয়তো জানেন না। আসলে পোস্টাল কোড খুঁজে বের করা কঠিন কোন কাজ নয়। বাংলাদেশ ডাক বিভাগের ওয়েবসাইট থেকে ধারাবাহিকভাবে আপনার বিভাগ, জেলা ও থানা নির্বাচন করলে ওই থানার সকল পোস্ট অফিসের পোস্টাল কোড পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওটিতে বাংলাদেশের যে কোন পোস্ট অফিসের পোস্টাল কোড বের করার পদ্ধতি দেখানো হয়েছে। আপনার এলাকার পোস্ট অফিসের পোস্টাল কোড খুঁজে বের করতে এখানে ক্লিক করুন।
আশা করছি আজকের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এই পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Bangladesh All Post Office Postal Code
Hi friends how are you all? Int this post i will show you how to find out the postal code of any post office of Bangladesh. Postal Code is the identification number of a post office. You can easily know the postal code of any post office of Bangladesh from the above link. If you have any question about this post then feel free to ask me.