ধরুন আপনি কম্পিউটারে বসে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করছেন। ঠিক এই মুহুর্তেই আপনার কি-বোর্ডটি নষ্ট হয়ে গেল। কিন্তু কাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে এই মুহুর্তেই কাজটা করতে হবে। কি করবেন এখন? আমাদের সবাইকেই কখনো না কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিকস শেয়ার করবো যার মাধ্যমে আপনার কি-বোর্ড ছাড়াই কি-বোর্ডের যাবতীয় কাজ করতে পারবেন অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে। প্রয়োজন হবে শুধু একটি মাউস।
আমাদের মধ্যে বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারীই অপারেটিং সিস্টেম হিসেবে তাদের কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করেন। কিন্তু অনেকেই এটা জানে না যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি রিয়েল কি বোর্ড ছাড়াই কম্পিউটারে কি বোর্ডে যাবতীয় কাজ করতে পারবেন। মজার ব্যাপার হলো, এই সুবিধা ব্যবহার করার জন্য আপনাকে বাড়তি কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না।
রিয়েল কি-বোর্ড ছাড়াই কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করার এই পদ্ধতিকে বলা হয় অন স্ক্রিন কিবোর্ড। আজ আমরা এই অন স্ক্রিন কিবোর্ড কিভাবে ব্যবহার করতে হয় তা দেখবো। নিচে আমি একটি ভিডিও টিউটোরিয়ালও দিয়েছি। উল্লেখ্য আমি আমি উইন্ডোজ ১০ এ কিভাবে অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে হয় তা দেখিয়েছি। কিন্তু আপনি চাইলে উইন্ডোজ ৭ এও এই কিবোর্ড ব্যবহার করতে পারবেন।
ধাপ-১: প্রথমে আপনার উইন্ডোজের Start মেনু থেকে Setting এ ক্লিক করুন।
ধাপ-২: এবার সেটিংস উইন্ডো থেকে Ease of Access এ ক্লিক করুন।
ধাপ-৩: একটা নতুন উইন্ডো ওপেন হবে। এখানে বাম পাশের মেনু থেকে Keyboard অপশনে ক্লিক করুন।
ধাপ-৪: এবার কিবোর্ড এর বিভিন্ন সেটিংস প্রদর্শিত হবে। এখানে On Screen Keyboard লেখাটির নিচে যে বাটন আছে তাকে অন করে দিন। এই অপশনটি অন করার সাথে সাথেই নিচের ছবির মতো আপনার কম্পিউটারে একটি কি-বোর্ড প্রদর্শিত হবে।
এবার আপনি যে স্থানে কোন কিছু লিখতে চান সেখানে প্রথমে কার্সরটি সেট করুন। এরপর অন স্ক্রিন কিবোর্ড টি থেকে আপনি যা লিখতে চান সে অক্ষর গুলো মাউস দিয়ে ক্লিক করুন। দেখবেন তা আপনার কাঙ্খিত স্থানে প্রদর্শিত হচ্ছে। আপনি এই কিবোর্ড দিয়ে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে যে কোন কিছু লিখতে পারবেন। শুধু এটাই নয় কি-বোর্ড ব্যবহার করে আমরা যে সকল শর্টকাট ব্যবহার করি তাও ব্যবহার করতে পারবেন একদম সহজেই। আপনাদের সুবিধার জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়ালও দিলাম:
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং প্রয়োজনীয় সময় আপনাদের কাজে লাগবে। আজকের এই পোস্ট সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন বা মতামত থাকে তবে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দিতে।
বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।