মাইক্রোসফট ওয়ার্ডের যে কোন ফাইলে পাসওয়ার্ড সেট করুন খুব সহজে

কম্পিউটারে একটা মাইক্রোসফট ওয়ার্ড এর একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছেন। কিন্তু আপনি চাচ্ছেন না আপনার কম্পিউটার অন্য কেউ ব্যবহার করলেও যেন আপনার এই ফাইলটি কেউ ওপেন করে দেখতে কিংবা এডিট করতে না পারে। অনেক সময়ই আমাদের এরকম কিছু প্রয়োজন হয়। বিশেষ করে যারা অফিসে কাজ করেন তাদের জন্য এটা অনেক সময়ই প্রয়োজন হয়।

আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? পোস্টের শুরুতেই যে কথা গুলো লিখলাম তার ধারাবাহিতকতায়ই বলছি, আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনার গুরুত্বপূর্ণ মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাসওয়ার্ড সেট করবেন। এর জন্য আমাদের আলাদা কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি কাজটা শুরু করে দেই।

প্রথমেই আপনি যে ওয়ার্ড ডকুমেন্টটিতে পাসওয়ার্ড সেট করতে চান তা ওপেন করুন। ফাইল টি ওপেন করার পর ছবিতে দেখানো Office Button এ ক্লিক করুন।

MS Word Office Button

ক্লিক করার পরে যে লিস্টটি আসবে সেখানে Prepare অপশন থেকে Encrypt Document লেখাটিতে ক্লিক করুন।

MS Word Encrypt Document

এবার ছবির মত Encrypt Document নামে একটি বক্স ওপেন হবে। এখানে পাসওয়ার্ডের ঘরে আপনার পছন্দমত একটি পাসওয়ার্ড দিন। তারপর ওকে ক্লিক করুন। দেখবেন বক্সটি আবার আসবে এবং আপনাকে পাসওয়ার্ডটি কনফার্ম করতে বলবে। এখানে পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করুন এবং ওকে বাটনে ক্লিক করুন।

MS Word Document Password

ব্যস আপনার কাজ শেষ। এখন ডকুমেন্টটি শুধু সেভ করে বের হয়ে আসুন।

এখন থেকে আপনি এই ফাইলটি ওপেন করতে চাইলে আপনাকে নিচের মতো একটি বক্স দেখাবে।

password protected word document

এখানে আপনার দেয়া সেই পাসওয়ার্ডটি টাইপ করে তারপর আপনাকে আপনার ডকুমেন্টটি দেখতে কিংবা এডিট করতে হবে। এভাবে পাসওয়ার্ড সেট করে দিলে অন্য কারো আর সাধ্য হবে না আপনার গুরুত্বপূর্ণ ফাইলটি ওপেন করার।

উপরের ছবি এবং লেখাগুলো পড়ে যদি আপনার বিষয়টি বুজতে অসুবিধা হয় তাহলে ভয়ের কোন কারণ নেই। আপনাদের জন্য আমি ভিডিও টিউটোরিয়ালও দিয়ে দিলাম। আশা করছি বুজতে পারবেন।

তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। এরকম আরো টিপস এবং টিউটোরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

ফেসবুজ পেজ: www.facebook.com/nabatechworld

ওয়েবসাইট: www.nabatechworld.com

ইউটিউব: Naba Tech World

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Share This Post

Post Comment