টেলিটক বর্ণমালা সিম সংগ্রহ করার পদ্ধতি | How to collect Teletalk Bornomala Sim

মাত্র ৪৫ পয়সা কলরেট যে কোন লোকাল নাম্বারে। মাত্র ২৩ টাকায় ১ জিবি ইন্টারনেট। প্রতিবার মোবাইলে ৩০ টাকা রিচার্জ করলেই ৩০ মিনিট টকটাইম, ৩০টি এসএমএস এবং ৬০ এমবি ইন্টারনেট ফ্রি। চিন্তা করা যায়? অনেকেই ভাবছেন আমি হয়তো গাঁজাখুরি গল্প বলছি।
জ্বী না সেরকম কিছু নয়। এখানে যা কিছু পড়ছেন এগুলো সবগুলোই সত্যি। তবে প্রশ্ন করতে পারেন কোন অপারেটরে। অবশ্যই যারা আমাদের রক্ত চুষে নিচ্ছে এরকম কোন অপারেটর নয়। এটা সম্ভব আমাদের নিজেদেরই অপারেটর অর্থ্যাৎ আমাদের দেশের কোম্পানী টেলিটকে। টেলিটক ছাত্র/ছাত্রীদের জন্য এরকমই একটি বিশেষ সিম নিয়ে এসেছে যেখানে এতগুলো সুবিধা পাওয়া যাচ্ছে। এই বিশেষ সিমটির নাম হলো বর্ণমালা (Bornomala)। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টেলিটকের বর্ণমালা সিম সম্পর্কিত বিস্তারিত তথ্য।

Teletalk Bornomala

বর্ণমালা (Bornomala) সিমটি আসলে নতুন নয়। এটা পাবলিশ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেলো। Teletalk Bornomala সিমটির বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হলো এটা শুধুমাত্র ছাত্র/ছাত্রীদের জন্য। আপনি যদি ২০০৫ সাল বা এর পরবর্তীতে এস.এস.সি পরীক্ষা দিয়ে থাকেন তাহলেই কেবল আাপনি এই সিমটি নিতে পারবেন। এবং সিমটির জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই আপনার এসএসসি পরীক্ষার তথ্য দিতে হবে। তো চলুন শুরুতে দেখে নেই বর্ণমালা সিমটিতে কি কি সুবিধা রয়েছে।

Teletalk Bornomala Sim

  • বর্ণমালা সিমটি সংগ্রহ করা যাবে মাত্র ৫০ টাকা ফি দিয়ে।
  • বর্ণমালা সিমটি চালু করলেই ফ্রি তে পাচ্ছেন যেকোন অপারেটরে ৫০ মিনিট টকটাইম, ৫০ এসএমএস (মেয়াদ ৩০দিন) ও ২জিবি ডাটা(মেয়াদ ৭দিন)।
  • বর্ণমালা সিমে যে কোন লোকাল নাম্বারেই ২৪ ঘন্টা কলরেট ৪৫ পয়সা/ মিনিট।
  • কলরেটে ১০ সেকেন্ড পালস সুবিধা রয়েছে।
  • যে কোন নাম্বারে এসএমএস চার্জ মাত্র ৩০ পয়সা।
  • প্রতিবার ৩০ টাকা রিচার্জে পাবেন ৩০ মিনিট টকটাইম (শুধুমাত্র টেলিটক নাম্বারে), ৩০টি এসএমএস (শুধুমাত্র টেলিটক নাম্বারে) এবং ৬০ এমবি ইন্টারনেট। এসব কিছুর মেয়াদ হবে ৩ দিন।

আপনাদেরকে তো এখনো বর্ণমালা সিমের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কেই বলিনি। আমার মনে হয় না বিশেষ কোন অফার ছাড়া অন্য কোন অপারেটর এত কম দামে ইন্টারনেট দেয় কিনা। যাও অন্যান্য অপারেটর গুলো মাঝে মধ্যে বিশেষ অফার দেয় সেখানো হরেক রকমের শর্ত দিয়ে রাখে। অথচ টেলিটকের এই বর্ণমালা সিমে ছাত্র/ছাত্রীদের কথা মাথায় রেখেই খুবই কম দামে ইন্টারনেট প্যাকেজ তৈরী করা হয়েছে এবং সর্বনিম্ন প্যাকেজের মেয়াদও রাখা হয়েছে ৭ দিন। চলুন জেনে নিই বর্ণমালা সিমের ইন্টারনেট প্যাকেজ (Teletalk Internet Package) গুলো কি কি।

Teletalk Bornomal Sim Internet Package

Teletalk Bornomala Sim Internet Package

বর্ণামালা (Bornomala) সিমের কি কি সুবিধা সবই তো বললাম। এবার চলুন জেনে নিই এই সিমটি কিভাবে সংগ্রহ করতে হবে। শুরুতেই বলেছি এই সিমটি শুধুমাত্র ছাত্র/ছাত্রীদের জন্য। সিমটি পেতে হলে অবশ্যই আপনাকে ২০০৫ সাল বা এর পরবর্তী যে কোন সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার চলুন জেনে নিই আবেদন প্রক্রিয়া সম্পর্কে। বর্ণমালা সিমের জন্য দুভাবে আবেদন করা যায়। একটি হলো এসএমএস এর মাধ্যমে এবং অপরটি হলো অনলাইনের মাধ্যমে।

SMS এর মাধ্যমে টেলিটক বর্ণমালা সিমের আবেদন Teletalk Bornomala Sim Application:

যে কোন টেলিটক মোবাইল নাম্বার থেকে নিচের ফরম্যাট অনুযায়ী একটি মেসেজ পাঠাতে হবে।
BOR<space>Board Name (first 3 letters)<space>SSC_Roll <space>SSC_Passing_year <space>SSC_Registration_no. <space>Contact no.(any operator) <space>CC Code (Optional) লিখে 16222 এই নাম্বারে পাঠাতে হবে।
এখানে একটা বিষয় লক্ষ্যণীয়। বোর্ডের নাম লিখার ক্ষেত্রে শুধু মাত্র বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। Contact No. এর জায়গায় যে কোন অপারেটরের আপনার অন্য একটি নাম্বার দিতে হবে। এই নাম্বারেই পরবর্তীতে মেসেজ যাবে সিম সম্পর্কে। সর্বশেষ CC Code যেটা তা হলো Customer Care কোড। আপনি আপনার সিমটি কোন কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করতে চান সেই কাস্টমার কেয়ারের কোডটা এখানে দিতে হবে। নিচে কাস্টমার কেয়ারের কোড গুলোর লিস্ট দেয়া হয়েছে। এই কোডটা অপশনাল। আপনি যদি কোডটি না লিখেন তাহলে সিমটি আপনি আপনার পছন্দ মতো যে কোন কাস্টমার কেয়ার থেকেই সংগ্রহ করে নিতে পারবেন।

কাস্টামার কেয়ার কোড – Teletalk Customer Care Code List PDF

বোর্ডের নামগুলোর ক্ষেত্রে ৩ অক্ষরে কিভাবে লিখবেন তা নিচে দেয়া হলো।

উপরে দেখানো পদ্ধতিতে এসএমএস পাঠালে আপনাকে একটি ফিরতি এসএমএস দেয়া হবে। যেখানে আপনাকে কনফার্মেশন জানানো হবে এবং কতদিনের মধ্যে সিম সংগ্রহ করতে হবে তা বলে দেয়া হবে। এই কনফার্মেশন মেসেজের মধ্যে একটি OTP দেয়া হবে যা যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে এবং সিম সংগ্রহ করার সময় কাস্টমার কেয়ারে এই মেসেজটি দেখাতে হবে।
কনফার্মেশন মেসেজের উদাহরণ: Please collect “Bornomala” SIM within 07 days from “XXXXXXXXX customer care/ any Teletalk Customer Care excluding Govt. holiday. Please bring National ID, Photo-2 nos.  Id no: XXXXXXXX and OTP no.: XXXXXX.

অনলাইনের মাধ্যমে টেলিটক বর্ণমালা সিমের আবেদন Teletalk Bornomala Sim Application :

আপনি চাইলে অনলাইন থেকেও টেলিটক বর্ণমালা সিমের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে নিচের লিংকে যেতে হবে।

Teletalk Bornomala Sim Online Application Link

লিংকটিতে যাওয়ার পর নিচের ছবির মতো একটি ফর্ম দেখতে পাবেন।

এই ফর্মে আপনার তথ্যগুলো দেয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে আগের মতোই একটি কনফার্মেশন মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে।

কাস্টমার কেয়ার থেকে সিম উত্তোলন Teletalk Bornomala Sim Collection From Customer Care

আপদি যদি সঠিকভাবে বর্ণমালা সিমের জন্য আবেদন করে থাকেন তবে আপনাকে কনফার্মেশন মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে কখন কাস্টমার কেয়ার থেকে আপনার সিমটি সংগ্রহ করবেন। সিম সংগ্রহ করার সময় আপনার নিম্নোক্ত ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে এবং অবশ্যই কাস্টমার কেয়ারে যাওয়ার সময় ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যাবেন।

  • টেলিটক থেকে প্রাপ্ত কনফার্মেশন মেসেজ যেখানে একটি OTP নাম্বার দেয়া রয়েছে। এই মেসেজটি কাস্টমার কেয়ারে দেখাতে হবে এবং OTP নাম্বারটি তারা মিলিয়ে দেখবে।
  • যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি।
  • যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা হবে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে তাই যার নামে রেজিস্ট্রেশন করা হবে তাকে স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে।
  • পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম / User Registration Form । এই ফরমটি আপনাকে কাস্টমার কেয়ার থেকেই দিবে। আপনি শুধু ফরমটি পূরণ করে দিবেন।
  • সিমটি সংগ্রহ করার জন্য ৫০ টাকা ফি প্রদান করতে হবে।

বি:দ্র: অনেক ছাত্র/ছাত্রী আছে যারা এখনো নিজেদের জাতীয় পরিচয়পত্র পায়নি। সেক্ষেত্রে তাদের সিমটি তাদের বাবা-মা/ভাই-বোন অথবা যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে।

উপরোক্ত প্রক্রিয়া গুলো সঠিকভাবে সম্পন্ন হলে আপনাকে কাস্টমার কেয়ার থেকে আপনার বর্ণমালা সিমটি বুজিয়ে দেয়া হবে। আপনাদের সুবিধার জন্য বর্ণমালা সিম সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরী করেছি।

আশা করছি টেলিটকের বর্ণমালা সিমটি কিভাবে সংগ্রহ করতে হবে এ বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। তারপরও কোন বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমাদের ফেসুবক পেজ: www.facebook.com/nabatechworld
আমাদের ইউটিউব চ্যানেল: http://www.youtube.com/nabatech

আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন পোস্টে নতুন কোন বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Share This Post

Post Comment